Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

 

 আমাদের অর্জন

 

১।  কমিউনিটি ক্লিনিক নির্মান ৫৯৩ এবং চালু ৫১৩।

২।  মাতৃমৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার উলেনখযোগ্য হারে কমেছে। মাতৃমৃত্যু জাতীয় পর্যায়ে ১৭০ এবং

     ময়মনসিংহ জেলায় ১৬৮।

৩।  ৫বৎসরের নীচে শিশু মৃত্যুর হার প্রতি হাজার জীবিত জনেম জাতীয় পর্যায়ে ৪৬ এবং ময়মনসিংহ জেলায় ৩৭।

৪। ১ বছরের নীচে শিশু মৃতুার হার জাতীয় পর্যায়ে ৩৮ এবং ময়মনসিংহ জেলায় ৩২।

৫। ০-২৮ দিন বয়সের শিশু মৃতুার হার জাতীয় পর্যায়ে ২৮ এবং ময়মনসিংহ জেলায় ২৭।

৬।  বর্তমান সরকারের আমলে মানুষের গড় আয়ুবৃদ্ধি পেয়েছে। বর্তমানে পুরুষের গড় আয়ু প্রায় ৭১ বছর এবং

      মহিলাদের গড় আয়ু ৭১ বছরের উর্দ্ধে।

৭।  ইপিআই ৬টি রোগ থেকে বর্তমানে ১০টি রোগের প্রতিষেধক উন্নীত করণ করা হয়েছে।

৮।  জেলায়২টি ম্যালেরিয়া ও ৫টিকালাজ্বর অধ্যুষিত  উপজেলা বর্তমানে কালাজ্বর নিয়ন্ত্রন পর্যায়ে।

৯।  জেলা, উপজেলা ও কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ  ও ট্যাপ বিতরন করা হয়েছে।

১০।  ডিজিটাল হাজিরা সিস্টেম চালু হয়েছে।

১১।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য সেবা আধুনীকরন।

১২।  ২০১৪ সালে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ জেলা ইপিআই টিকায় সর্বোচ্চ অগ্রগতি স্বীকৃতি লাভ।

১৩। তথ্য প্রযুক্তির মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যের উলেনখযোগ্য সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২০১০ সালে             

     ‘‘South South’’ পূরস্কারে ভূষীত।

১৪। মোবাইল ফোন স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু এবং বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২০০জনকে মোবাইল ফোন স্বাস্থ্য

      সেবা প্রদান করা হচ্ছে।

১৫। মোবাইল ফোন, ভিডিও কনফারেন্সিং, ওয়েব বেইজড মনিটরিং এবং জিপিএস ব্যবস্থা প্রবর্তন এর মাধ্যমে স্বাস্থ্য

       ব্যবস্থা আধুনিকীকরন করা হয়েছে।

১৬। স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩-তে কল করে সার্বক্ষনিক স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।

১৭। স্বাস্থ্য বিভাগের সকল প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা চালু হয়েছে।

১৮। ২০১৬ সালে জেলা ইপিআই ভবন নির্মিত হয়েছে।