গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
সিটিজেন চার্টার, সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ
সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন
v প্রশাসনিক কার্যক্রম
v উপজেলা স্বাস্থ্য কমপেক্স, উপস্বাস্থ্য কেন্দ্র ও অন্যান্য স্বাস্থ্য বিভাগীয় অবকাঠামোগত
উন্নয়ন।
v স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্প/কর্মসুচীসমুহ বাস্তবায়ন।
v কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন।
v ইপিআই ,যক্ষা নিয়ন্ত্রন, সংক্রামক রোগ নিয়ন্ত্রন, পুষ্টি কাযক্রম আর্সেনিকোসিস চিকিৎসা সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রমের মনিটরিং, পরিদর্শন এবং সুপারভিশনের মাধ্যমে জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ।
v জেলা ও উপজেলা পর্যায়ের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্বাস্থ্য সেবা সমুন্নত রাখার জন্য মনিটরিং করা।
v আঞ্চলিক এনডেমিক রোগ সমুহের চিকিৎসা, প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নিমূল।
v ইপিআই কার্যক্রমের জন্য টিকাবীজ সংগ্রহ ,সংরক্ষন ও সরবরাহ।
v চাকুরীতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যগত সনদপত্র প্রদান।
v বিদেশ গমন্নেচ্ছু যাত্রীদের (হজ্জ্ব যাত্রীসহ) স্বাস্থ্যগত সনদ প্রদান।
v প্রতিবন্ধী স্বাস্থ্য সনদ প্রদান।
v প্রিমিসেস লাইসেন্স প্রদান ও নবায়ন।
v বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স এর জন্য সরেজমিনে সুপারভিশন প্রতিবেদন।
v স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের এসিআর প্রদান।
v বিসিসি কার্যক্রম : বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী, উঠান বৈঠক, সভা সেমিনার,ভিডিও চিত্র প্রদর্শন, আন্তঃ ব্যক্তিক যোগাযোগ, স্বাস্থ্য শিক্ষা আদর্শ গ্রাম প্রকল্প, স্বাস্থ্য বার্তা সম্বলিত পোষ্টার লিফলেট বিলিকরণ ,দেয়াল লিখন ও বিলবোর্ড স্থাপন ইত্যাদি।
v এমএসআর সামগ্রী সংগ্রহ, সংরক্ষন ও সরবরাহ।
v স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক দিবস উৎযাপন।
v বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাশ প্রচার, প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের সকল ধরনের স্বাস্থ্য সেবা প্রদান।
v কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষনের ব্যবস্থাকরণ।
v স্বাস্থ্য বিভাগীয় জেলা সমন্বয় সভার আয়োজন এবং তথ্য ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।
v আধুনিক প্রযুক্তির মাধ্যমে এমআইএস কার্যক্রম পরিচালনা।
v স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম মনিটরিং, সুপারভিশন , মুল্যায়ণ ও বাস্তবায়ন।
v ভেজাল খাদ্যের নমুনা সংগ্রহ,পরীক্ষাগারে প্রেরণ এবং ভেজাল প্রমানীত দ্রবের মালিকদের রিরুদ্ধে মামলা দায়ের।
v জেলা প্রশাসকের সাথে সমন্বয় সাধন করে মোবাইল কোটের খাদ্যের ভেজাল চিহ্নিতকরণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহন।
v জেলার হোটেল রেস্তোরা , খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইত্যাদির স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিয়মিত পরিদর্শন ও স্বাস্থ্য শিক্ষা প্রদান।
v পুষ্টি কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষন।
v পরিবেশের উন্নয়নে আন্তঃবিভাগ যোগযোগ স্থাপন।
v জেলা প্রশাসকের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে অংশ গ্রহন।
v স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অভিযোগ গ্রহন ও নিষ্পত্তিকরন।
v সকল সরকারী বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক সমুহের স্বাস্থ্য সেবার মান নিশ্চিতকল্পে মনিটরিং, পরিদর্শন এবং সুপারভিশন করা।
v আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস